চাকরী নয় সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় ইন্সপেকটর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম( বার) মহোদয় প্রণীত নতুন নিয়মে পুলিশের টিআরসি নিয়োগ সংক্রান্তে দ্বিতীয় দফার মাঠপর্যায়ের বাছাই পরীক্ষার প্রথম দিন গত ২৭ মার্চ পাবনা পুলিশ লাইনস এ অনুষ্ঠিত হয়। আজ মাঠে উপস্থিত নারী ও পুরুষ প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হয় । উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা, সদস্য জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সদর সার্কেল, জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সা্রকেল সিরাজগন্জ ও পুলিশ হেকো এর প্রতিনিধিগনসহ পাবনা জেলা পুলিশের প্রায় তিনশত সদস্য নিয়াগ প্রক্রিয়া সু্ষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছে। আজকের শারীরিক পরীক্ষা ও কাগজ যাচাইয়ে প্রাথমিকভাবে ১০২৩ জন মনোনীত হয়। আগামীকাল সকাল ৭।৩০ মিনিট থেকে মাঠ পর্যায়ের ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। নিয়াগ সংক্রান্তে সকল প্রকার দালাল ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক করা হল, এ বিষয়ে কোন অভিযোগ থাকলে সরাসরি পুলিশ সুপার কে জানানোর জন্য বলা হল। মেধা ও যোগ্যতাই নিয়োগের একমাত্র উপায়। কোন প্রকার তদবির অযোগ্যতা বলে বিবেচিত হবে।