‘‘প্রেস নোট’’ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।পাবনা জেলার সকল নারী পুলিশ সদস্যর জন্য আজকের দিনটি ছুটি প্রদান। গত ০৮/০৩/২০২২ খ্রিষ্টাব্দ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ পাবনার আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাবনা জেলা পুলিশের নারী ও পুরুষ অফিসার, ফোর্সদের পাশাপাশি পাবনা জেলার উল্লেখযোগ্য নারী সংগঠন ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করে। আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপার, পাবনার কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে র্যালি শেষ হয়। সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, পাবনার শহীদ এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পাবনা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার, পাবনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুন নাহার জলি, এবিএম ফজলুর রহমান সভাপতি প্রেসক্লাব , পাবনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মালা সরকার নির্বাহী পরিচালক-পড়শী ঘএঙ পাবনা, নাসরিন পারভিন নির্বাহী পরিচালক সুচিতা সমাজ উন্নয়ন সংস্থা পাবনা, আব্দুর রব মন্টু সাধারণ সম্পাদক-হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক পাবনা, হেনা গোস্বামী সাধারণ সম্পাদক-(ণডঈঅ) পাবনা, মোঃ আঃ জলিল ইউনিট ম্যানেজার-আর এইচ স্টেপ জেনারেল হাসপাতাল পাবনা, মোসাঃ সালমা বেগম নির্বাহী পরিচালক ঘএঙ দর্পন পাবনা, মোসা ঃ রেহানা খাতুন নির্বাহী পরিচালক স্বর্ণালী মহিলা সমিতি পাবনা, এস. এম সাইফুল রহমান নির্বাহী পরিচালক প্রতীক মহিলা ও শিশু সংস্থা পাবনা, আলেয়া ইয়াসমীন নির্বাহী পরিচালক উদ্দীপনা মহিলা সমিতি পাবনা, মোঃ আব্দুস সামাদ পরিচালক আসিয়াব সংগঠক পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন মাহমুদা খাতুন প্রধান শিক্ষক কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা, রওশন আক্তার মিন্টু প্রধান শিক্ষক গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনা। উক্ত সভায় নারীদের অধিকার, সামাজিক মূল্যায়ন এবং নারী দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত কর্মসূচি সম্পাদনা ও সমন্বয়কারী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা। সভাপতি’র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত আলোচনা সভা শেষ হয়। উল্লেখ্য নারী দিবস উপলক্ষে পাবনা জেলা পুলিশের সকল নারী সদস্যদের জন্য আজকের দিনটি ছুটি প্রদান করেন পুলিশ সুপার পাবনা, তাছাড়া এখন থেকে প্রতি মাসের কল্যানসভায় একজন শ্রেষ্ঠ নারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদানের ঘোষনা করেন পুলিশ সুপার পাবনা মহোদয়।