প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং ---------- পাবনা জেলার পাবনা থানার চাঞ্চল্যকর অটো ইজিবাইক মালিক (চালক) জাহাঙ্গীর আলম (৬০) এবং রইচ উদ্দিন (৬০) হত্যার রহস্য উন্মোচন এবং আসামী গ্রেফতার ও চুরিকৃত অটো ইজিবাইক সহ ১২ টি চোরাই ইজি অটোবাইক উদ্ধার। ১ম ঘটনাঃ পাবনা সদর থানাধীন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে মহাসড়ক সংলগ্ন পুকুরে গত ইং ০৩/১২/২০২১ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় অটো ইজিবাইক চালক (মালিক) জাহাঙ্গীর এর মৃত দেহ পাওয়া যায় এবং জাহাঙ্গীরকে হত্যা করে তার অটো ইজিবাইক অজ্ঞাতনামা আসামীরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে পাবনা থানার মামলা নং—১১, তাং—০৭/১২/২০২১ খ্রিঃ, ধারা—৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়। ২য় ঘটনাঃ পাবনা সদর থানাধীন মনোহরপুর মসজিদের সামনে পাকা রাস্তার বাম পাশে গত ইং ২৪/০২/২০২২ তারিখ রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় অটো ইজিবাইক চালক (মালিক) রইচ উদ্দিন (৬০) এর মৃত দেহ পাওয়া যায় এবং রইচ উদ্দিনকে চেতনানাশক ঔষধ সেবন করাইয়া তাকে হত্যা করে তার অটো ইজিবাইক অজ্ঞাতনামা আসামীরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে পাবনা থানার মামলা নং—৬৭, তাং—২৪/০২/২০২২ খ্রিঃ, ধারা—৩০২/৩২৮/ ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পাবনা মহোদয়ের দিক নির্দেশনা ও প্রত্যেক্ষ তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) জনাব রোকনুজ্জামান সরকার, এসআই (নিঃ) অসিত কুমার বসাক সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ও এসআই (নিঃ) রাসেল কবির সহ পাবনা সদর থানার একটি টিম পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ও চুরির মাস্টার মাইন্ড মোঃ সুমন শেখ (৩০), পিতা—মোঃ দুলাল শেখ, সাং—হেলালপুর, থানা—খোকসা, জেলা—কুষ্টিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন স্থান হতে হত্যা কান্ডের ঘটনায় চুরি হওয়ায় ০২ (দুই) টি অটো ইজিবাইক, ১০ (দশ) টি চোরাই সন্ধিগ্ধ অটো ইজিবাইক সহ মোট ১২ (বার) টি অটো ইজিবাইক উদ্ধার করা হয় এবং ইজিবাইক চুরি ও হত্যাকান্ডের মাস্টার মাইন্ড সুমন সহ ঘটনার সাথে জড়িত সক্রিয় দলের সদস্য মোট ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা এবং অপরাধ ইতিহাসঃ ১। মোঃ সুমন শেখ (৩০), পিতা—মোঃ দুলাল শেখ,। ঘটনার পরিকল্পনাকারী, হত্যাকারী ও অটো ইজিবাইক লুন্ঠনকারী এর নামে চেতনানাশক ঔষধ সেবনা করাইয়া অজ্ঞান করে চুরি মামলা ০৩টি, অস্ত্র আইনে মামলা ০১টি, ডাকাতি মামলা ০১টি ও মাদক মামলা ০১টি সহ ০৬টি মামলা আছে। ২। মোঃ বাচ্চু মিয়া (৪৫),পিতা—মৃত তারো । লুন্ঠিত অটো ইজিবাইক ক্রয়—বিক্রয় চক্রের মূলহোতা। ৩। মোঃ বজলুর রহমান (২৪), পিতা—মৃত নিজাম উদ্দিন, ৪। মোঃ হাসান আলী (২৫), পিতা—মৃত জলিল সদস্য। ৫। মোঃ শামীম মিয়া (২৫), পিতা—মোঃ খোয়াজ মোল্লা ৬। মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা—মৃত আঃ মান্নান, লুন্ঠিত অটো ইজিবাইক নিজের শো—রুমে নিয়া ক্রয়—বিক্রয় করে। ৭। মোঃ রফিকুল ইসলাম (২৪) লুন্ঠিত অটো ইজিবাইক নিজের শো—রুমে নিয়া ক্রয়—বিক্রয় করে। উদ্ধারকৃত মালামালের বিবরণঃ ১। ০২ (দুই) টি অটো ইজিবাইক (মৃত জাহাঙ্গীর ও রইচ উদ্দিন)। ২। ১০ (দশ) টি অটো ইজিবাইক (চোরাই সন্ধিগ্ধ)। ৩। চোরাই অটো ইজিবাইক বিক্রয়লগ্ধ নগদ ৩৪,০০০/— টাকা। ৪। হত্যাকান্ডে ও চোরাই কাজে ব্যবহৃত ০৭ (সাত) টি মোবাইল ফোন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage