পাবনায় স্বাধীনতা যুদ্ধে নিহত জেলা পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্য ”অম্লান-৭১” এর শুভ উদ্ধোধন ও মুক্তিযুদ্ধে পাবনা জেলা পুলিশের ভূমিকা শীর্ষক পাবনায় অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত পাবনা জেলা পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্য ”অম্লান-৭১” এর শুভ উদ্ধোধন। আজ বিকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে ভাস্কর্য ”অম্লান-৭১” উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পরে মুক্তিযুদ্ধে পাবনা জেলা পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার চৌধুরী আব্দুল গফ্ফার এর মেয়ে প্রফেসর রোকেয়া সুলতানা , পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চৌধুরী আব্দুল গফ্ফার এর ছেলে মেহতাব ইসলাম, চৌধুরী হামিদ গফ্ফার, সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও মহান মুক্তিযুদ্ধসহ জননিরাপত্তা এবং আইন-শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারবর্গ।