গত ২২/০২/২০২২ খ্রিঃ তারিখ বাদী মোঃ শাহারুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত অফিজ উদ্দিন, সাং-পূর্ব সুন্দরপুর, থানা ও জেলা-জয়পুরহাট এর মেয়ে ভিকটিম মোছাঃ সাদিয়া আক্তার (২৩) তার ছেলে মোঃ সৌরভ (৪)-সহ তার ননদের জামাই মোঃ নূরনবী এর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। গত ২৭/০২/২০২২ খ্রিঃ তারিখ বাদী মোঃ শাহারুল ইসলাম নুরনবীর বাড়িতে তার মেয়ের খোঁজ করতে গেলে দেখে যে, তার মেয়ের সন্তান আছে কিন্তু তার মেয়ে নেই। বিষয়টি নুরনবীকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায়, বাদীর মেয়ে ভিকটিম মোছাঃ সাদিয়া আক্তার নুরনবীর বাড়িতে ০২ দিন অবস্থান করে তার সন্তানকে রেখে কাউকে কিছু না বলে চলে গেছেন। বাদী মোঃ শাহারুল ইসলাম তার মেয়েকে না পেয়ে পাঁচবিবি থানায় মেয়ে হারানোর বিষয়ে জিডি করেন। বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের আদেশে জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল-এর দিক নির্দেশনায় এবং পলাশ চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা এর সার্বিক সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ বুলবুল আহমেদ তৎপরতা শুরু করেন। তদন্তকারী অফিসার ভিকটিমের ননদের জামাই মোঃ নুরনবীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ পূর্বক ভিকটিমের সাথে একজন ব্যক্তির যোগাযোগের সূত্র উদ্ঘাটন করেন। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে সনাক্তের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচেষ্টা চালান এবং তার পরিচয় ও অবস্থান সনাক্ত করেন। সনাক্তকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম সাদিয়া বর্তমানে আগারগাঁও ঢাকায় অবস্থান করেছেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ বুলবুল আহমেদ ঢাকা থেকে ভিকটিম মোছাঃ সাদিয়া আক্তারকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অবশেষে ভিকটিম মোছাঃ সাদিয়া আক্তারকে নিরাপদে উদ্ধার পূর্বক পাঁচবিবি থানায় হাজির করে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়।