০১ জন আসামী গ্রেফতার সহ চোরাই মোটর সাইকেল উদ্ধার

গোমস্তাপুর থানা পুলিশ ইং ১৩/১০/২০১৯ তারিখ ১৩:৪৫ ঘটিকায় অত্র থানাধীন কালুপুর নদীর ঘাটের উত্তর পার্শ্ব হইতে আসামী-মোঃ শিমুল পারভেজ @ অন্তর (১৯), পিতা- মৃত তাজামুল হক @ তাজেল, গ্রাম- পনের রশিয়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গেফতার সহ আসামীর হেফাজত হইতে একটি কালো রংয়ের Discover ১০০ সিসি মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-নওয়াবগঞ্জ-হ-১২-০৯৩৮, চেসিস নং-MD2DSPAZZUWG85746, ইঞ্জিন নং-JBMBUG45522 উদ্ধার করেন। উক্ত বিষয়ে গোমস্তাপুর থানার মামলা নং-১৬, তারিখ-১৩/১০/২০১৯ খ্রি. ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage