গত ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ রোজ রবিবার বেলা ১১ঃ০০ ঘটিকার সময় পাবনা থানা চত্ত্বরে " ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়। জনাব আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, পাবনা থানা, পাবনা মহোদয়ের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, সুযোগ্য পুলিশ সুপার, পাবনা মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দিন প্রধান, মেয়র, পাবনা পৌরসভা, পাবনা, জনাব পাবনা থানাধীন ০৭ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ইউপি সদস্য, জনাব মোঃ শামসুর রহমান খান মানিক, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, পাবনা, জনাব মোঃ শাহজাহান মামুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর শাখা, পাবনা, জনাব মোঃ সেলিম হোসেন, পরিচালক, কৃষ্টাল গ্রুপ, পাবনাসহ পাবনা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সচেতন সমাজকর্মী ও কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তাগণ পাবনা থানা পুলিশের কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং যেকোন সময়ের চেয়ে পাবনা জেলা তথা পাবনা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তাঁরা বিশ্বাস করেন। প্রধান অতিথির পক্ষে জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা তাঁর বক্তব্যে পুলিশ ও জনগণের সম্পৃক্ততায় পাবনা থানা এলাকায় সকল প্রকার মাদকদ্রব্য নির্মূল, সন্ত্রাস, বাল্যবিবাহ নিরোধ ও সমাজের বিভিন্ন প্রকার অপরাধমূলক নিরোধ করা সম্ভব। তাই, পুলিশ কে সকল শ্রেণি পেশার জনসাধারণকে সহযোগিতা তথা তথ্য প্রদান করার জন্য আহবান জানান। দীর্ঘ সময় ব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।