নাটোর জেলার গুরুদাসপুর থানার অফিসার ইন-চার্জ জনাব মো: আব্দুল মতিন এর নেতৃত্বে চৌকস অফিসার এসআই মো: মাজহারুল ইসলাম কর্তৃক ২০(বিশ) গ্রাম শুকনো গাঁজাসহ আসামী মো: মুকুল হোসেন(২৮), পিতা-মো: আলাল উদ্দিন ,স্থায়ী: গ্রাম- নওপাড়া (মধ্য নওপাড়া) , উপজেলা/থানা- গুরুদাসপুর, জেলা -নাটোরকে গ্রেফতার, মামলা রুজু, বিজ্ঞ আদালতে প্রেরণ।