রাজশাহী জেলার বাগমারা থানার সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০১ জন, সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০২ জন ও মাদকদ্রব্য মামলার ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব/ এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব/ অকল বিশ্বাস , অফিসার ইনচার্জ, জনাব/মোস্তাক আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় ১৩-০১-২০২২ খ্রিঃ তারিখে অভিযান পরিচালনা করে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০১ জন, সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০২ জন ও মাদকদ্রব্য মামলার ০৪ জন  আসামীকে গ্রেফতার পূর্বক বাগমারা থানা হতে ১৪-০১-২০২২খ্রিঃ তারিখে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage