জয়পুরহাটে কালাই থানার কুখ্যাত ডাকাত গ্রেফতার

কালাই থানার এএসআই (নিঃ) মোঃ আল-আমিন কালাই থানার কুখ্যাত ডাকাত মোঃ মোতালেব, পিতা- মোঃ হোসেন আলী, সাং- নান্দাইলদিঘী, থানা- কালাই, জেলা- জয়পুরহাট’কে ১১/১০/২০১৯ ইং তারিখ ১৮:০০ ঘটিকার সময় নান্দাইলদিঘী হতে শান্তিনগর বাজারে যাওয়ার পথে লোকর বিল নামক স্থানে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেন। উক্ত আসামীর নামে বিভিন্ন থানায় একের অধিক ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্যান্য মামলা আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage