ইং ১১/১০/২০১৯ তারিখ মামলার বাদী সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মাকদ বিরোধী ও উদ্ধার অভিযান পরিচালনাকালে উপশহর পুলিশ ফাঁড়ী বগুড়ার জিডি নং-১০৮, তারিখ ১১/১০/২০১৯ ইং মূলে বগুড়া সদর থানাধীন ধরমপুর বাজারে অবস্থান করাকালে মামলার বাদী গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন অত্র থানাধীন নামুজাগামী সড়কের বারপুর মোড়ে সিএনজি স্ট্যান্ডে একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। বাদী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীকে ধৃত কালে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী ১। মোঃ নয়ন মিয়া(২৭), পিতা মোঃ নয়া মিয়া, স্থায়ী সাং-মহাস্থান (নামাপাড়া), থানা-শিবগজ, জেলা-বগুড়াকে কে আটক করিয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা একটি সাদা রং এর প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ০৫(পাঁচ) বোতন PHENSESYL) পাইয়া ইং ১১/১০/২০১৯ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-৩৮ তাং-১১/১০/২০১৯ ইং, ধারা-২০১৯ সালের মাদকদ্রব্য আইনের ১৪(খ) রুজু হয়।