জয়পুরহাট অফিসার ও ফোর্সেদের কীট প্যারেড অনুষ্ঠিত

অদ্য ১৭ অক্টোবর ২০২১ খ্রি. রবিবার জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে জেলার অফিসার ও ফোর্সেদের কীট প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সালামী গ্রহনের মধ্যে দিয়ে কীট প্যারেড শুরু হয়।   এ সময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকেও তার বহির প্রকাশ থাকতে হবে।   এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব ইশতিয়াক আলম, সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জনাব মোঃ খলিলুর রহমান, পুলিশ পরিদর্শক(আরআই) পুলিশ লাইনস, জয়পুরহাট।







সর্বশেষ সংবাদ
DIG Homepage