লালপুর থানা পুলিশ কর্তৃক ০৫ ছিনতাইকারী ও পলাতক পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সানোয়ার হোসাইন লালপুর থানাধীন বিজয়পুর মোড় এলাকায় রাত্রীকালীন রনপাহারা ডিউটি করাকালে ইং ০৫/১০/২১ তারিখ ১০.৩০ ঘটিকার সময়  লালপুর থানাধীন লালপুর টু বনপাড়া রোডস্থ বিজয়পুর তিনরাস্তার মোড় হইতে একটি চার্জার  অটো ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আসামী ১. (D8YXU) বিপ্লব সরদার (২৮), পিতা- মোঃ নুরু সরদার স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ২. (D8YXY) মোঃ কুতুব উদ্দিন (২৬), পিতা- মৃত তাছের সরদার স্থায়ী : গ্রাম- মধুবাড়ী, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৩. (D8YY2) মোঃ ডাবলু মন্ডল (২৮), পিতা- মোঃ বাছের মন্ডল স্থায়ী : গ্রাম- গোপালপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৪. (D8YY6) মোঃ নান্নু (৩৮), পিতা- মৃত নিজাম উদ্দিন স্থায়ী : গ্রাম- গোপালপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৫. (D8YTJ) মোঃ খলিলুর রহমান ওরফে খলিল মন্ডল (৩৮), পিতা- মোঃ খইমালী মন্ডল ওরফে খৈয়াম মন্ডল স্থায়ী : গ্রাম- আটঘরিয়া (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- বড়াইগ্রাম, জেলা -নাটোর, বাংলাদেশগণকে হাতে নাতে গ্রেফতার করেন। এই ঘটনা সংক্রান্তে লালপুর থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage