লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সানোয়ার হোসাইন লালপুর থানাধীন বিজয়পুর মোড় এলাকায় রাত্রীকালীন রনপাহারা ডিউটি করাকালে ইং ০৫/১০/২১ তারিখ ১০.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন লালপুর টু বনপাড়া রোডস্থ বিজয়পুর তিনরাস্তার মোড় হইতে একটি চার্জার অটো ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আসামী ১. (D8YXU) বিপ্লব সরদার (২৮), পিতা- মোঃ নুরু সরদার স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ২. (D8YXY) মোঃ কুতুব উদ্দিন (২৬), পিতা- মৃত তাছের সরদার স্থায়ী : গ্রাম- মধুবাড়ী, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৩. (D8YY2) মোঃ ডাবলু মন্ডল (২৮), পিতা- মোঃ বাছের মন্ডল স্থায়ী : গ্রাম- গোপালপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৪. (D8YY6) মোঃ নান্নু (৩৮), পিতা- মৃত নিজাম উদ্দিন স্থায়ী : গ্রাম- গোপালপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৫. (D8YTJ) মোঃ খলিলুর রহমান ওরফে খলিল মন্ডল (৩৮), পিতা- মোঃ খইমালী মন্ডল ওরফে খৈয়াম মন্ডল স্থায়ী : গ্রাম- আটঘরিয়া (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- বড়াইগ্রাম, জেলা -নাটোর, বাংলাদেশগণকে হাতে নাতে গ্রেফতার করেন। এই ঘটনা সংক্রান্তে লালপুর থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়।