০২ অক্টোবর, ২০২১ খ্রিঃ নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ ২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুলিশ সুপার, নওগাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক, সুযোগ্য রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নওগাঁ, জনাব মোঃ হারুন-অর-রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী দ্বীন, স্পন্সর ডাইরেক্টর, রানার গ্রুপ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ ২০২১ এর চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের প্রাইজ মানি, মেডেল, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।