সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর ম‍্যুরাল "মুক্তির রণকাব‍্য" এবং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্ধোধন করেন, ডিআইজি, রাজশাহী রেঞ্জ।

আজ ২৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে নির্মিত "মুক্তির রণকাব‍্য" নামে ম‍্যুরাল এবং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ মহোদয়। এ সময় বিশেষ মোনাজাত শেষে ডিআইজি মহোদয় নব-নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সেইসাথে ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় জীবনের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জন্মশতবার্ষিকীতে জেলা পুলিশের কার্যক্রমের উপর স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন বেসরকারী অর্থায়নে ২১০ স্কয়ার ফুটের এ ম্যুরাল নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার, সিরাজগঞ্জ এর সভাপতিত্বে জেলা পুলিশের সর্বস্তরের সদস‍্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি। উল্লেখ্য এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট(পুলিশ সুপার), আইটিসি, সিরাজগঞ্জ, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ১২টি থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage