আইন শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭-০৯- ২০২১ তারিখ বেলা ১২.০০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম স্যার। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার। বিশেষ মতবিনিময় সভায় রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগনসহ আটটি থানার অফিসার ইনচার্জ, ছয়টি পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ও বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি সম্মানিত ডিআইজি স্যার বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং তাৎক্ষণিকভাবে সহজেই সেবা পেতে পারেন সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করেন । মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদকবিরোধী অভিযান জোরদারকরণ করার নির্দেশনা প্রদান করেন। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage