মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব টুটুল চক্রবর্তী,বিপিএম, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ দউদ,সিরাজগঞ্জ থানা এর নেতৃত্বে, এসআই মোঃ সাইফুল ইসলাম,এসআই মোঃ তরিকুল ইসলাম, এসআই মোঃ আবু জাফর,এসআই মোঃ আলী জাহান, এসআই মোঃ বদরুদ্দোজা জিমেল সহ অফিসার ফোর্সদের সহায়তায় ইং ১০/১০/২০১৯ তারিখ রাত্রি ১২.৪৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন সিরাজগঞ্জ টু কড্ডা গামী কোনাগাতী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ১। মোঃ তরিকুল ইসলাম ওরফে সুমন (২৭), পিতা-আবুল কালাম, সাং-ধলুয়া, থানা ও জেলা -বরগুনা, ২। মোঃ হাফিজুল ওরফে আকাশ (২৫), পিতা-আমিনুল ইসলাম, সাং-বামুরিয়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ আবু জাফর, পিতা-রহিম, সাং-হরিকৃষ্ণপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, ৪। ইব্রাহীম (২৭), পিতা-জসিম, সাং-কেউটলা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ, ৫। ইমরানা (৩০), পিতা-আব্দুর রহমান, সাং-কংশনগর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ৬। মোঃ সোহেল (২৫), পিতা-সোনা মিয়া-সাং-পশ্চিম গুদিঘাট, ৭। মোঃ আল আমিন (২৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ধলুয়া, ৮। মোঃ আলআমিন (২৮), পিতা-মৃত আলম, সাং-কলাতলা, সর্ব থানা ও জেলা-বরগুনাদের একটি মিনি ট্রাক ও ট্রাকে থাকা ডাকাতির বিভিন্ন মালামাল সহ হাতেনাতে আটক করেন। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।