মান্নীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে Online News JUGANTOR.COM এ ‘‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু যুদ্ধ করেননি’’ এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়

মান্নীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে Online News JUGANTOR.COM এ ‘‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু যুদ্ধ করেননি’’ এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আসামী ১। মোঃ শহিদুল হক হায়দারী (৪০), পিতা-মোঃ লাল মোহাম্মদ, সাং-কানসাট কলাবাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ তার ফেসবুক আইডি মোঃ শহিদুল হক হায়দারী নামক ফেসবুক আইডি থেকে ‘‘যদি বলি ওয়াজেদ মিয়া ভাই আপনাকে বিয়ে করেছে কিন্ত বাচ্চা ওনার নয় কিংবা বাচ্চা তৈরী করতে যা করতে হয় উনি তা করেননি’’ তবে কি তা যুক্তিতে খাটবে? মাননীয় প্রধানমন্ত্রীকে এ ধরনের আক্রমাত্মক মন্তব্য করায় এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মন্তব্যে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। শুধু তায় নয় ইহার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে কুরুচী পূর্ণ ইজ্ঞিত করা হয়েছে। জনাব মোঃ রফিকুল ইসলাম (৪৫), (সভাপতি শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ), পিতা-মৃত মনজুর আহম্মেদ, সাং-দূর্লভপুর (হেরাস নগর), ইউপি-দূর্লভপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ৩১/০৮/ ২০ ২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৪৬ ঘটিকায় তার ফেসবুক আইডিতে  নিউজ পড়ার সময় পেয়ে লিখিত এজাহার  দায়ের করলে শিবগঞ্জ থানার মামলা নং-০৬, তাং-০২-৯-২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ রুজু হয়। মামলাটি এসআই নিরস্ত্র/মোঃ সাজ্জাদ হোসেন তদন্ত করছেন। বর্তমানে শিবগঞ্জ উপজেলায় আসামীর বিরুদ্ধে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।  উক্ত মামলার বাদী হওয়াকে কেন্দ্র করে এসপি গ্রæপ ও উপজেলা চেয়ারম্যানের পরিবারের সমর্থক গ্রæপের মধ্যে মত বিরোধ তৈরী হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage