জনাব মোঃ মোজাহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানা, নাটোরের নির্দেশনা মোতাবেক এএসআই মোঃ মাকসুদুল হক মুক্তা সঙ্গীয় ফোর্স সহ গুরুদাসপুর থানাধীন নাজিরপুর ইউনিয়নের চকআলাদত খাঁ গ্রামে অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালত হইতে ০৩ (তিন) মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম প্রাং, পিতা-মোঃ শুকচাঁন প্রাং, গ্রাম-চকআলাদত খাঁ, থানা-গুরুদাসপুর জেলা-নাটোরকে গ্রেফতার করেন।