তালোড়া বিট পুলিশিংয়ের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব নাজরান রউফ,আদমদিঘী সার্কেল,বগুড়া স্যারের তত্ত্বাবধানে দুপচাঁচিয়া থানার বিট পুলিশিং কার্যক্রমের আওতায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ রোধকল্পে এবং অপরাধ দমনের লক্ষ্যে দুপচাঁচিয়া থানার গুরুত্বপূর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে ব্যবসায়ী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে অদ্য ইং ০৭/০৯/২০২১ তাং বিট পুলিশিংয়ের এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা তালোড়া চাউল কল মালিক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। তালোড়া চাউল কল মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সুভাষ কানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সম্মানিত মেয়র ও পৌর অাওয়ামী লীগের সভাপতি জনাব অামিরুল ইসলাম বকুল, দুপচাঁচিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি জনাব অামিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য জনাব অানোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা অাওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জনাব তৌহিদ মহলদার, তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহেরুল ইসলাম,তালোড়া পৌরসভা বিট ইনচার্জ এস অাই নিয়ামান নাসির, তালোড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলসহ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। তালোড়া পৌরসভার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পৌরসভার নিরাপত্তার স্বার্থে সমগ্র পৌরসভাকে সিসিটিভি ক্যামেরার অাওতায় অানা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন অালোচকবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage