দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন

দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ধাপসুলতানগঞ্জ হাট বণিক সমিতির সার্বিক সহযোগিতায় হাট এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।     সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী। এ উপলক্ষে হাট চত্বরে এক আলোচনা সভা ধাপসুলতানগঞ্জ হাট বণিক সমিতির সভাপতি এনামুল হক রানার সভাপতিত্বে ও এসআই শাহজাহান আলীর পরিচালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আ.লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, ইউপি সদস্য আফছার আলী প্রমূখ।  এ সময় উপস্থিত ছিলেন- এসআই রাশেদুল ইসলাম, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি ইশারত আলী, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলী, ব্যবসায়ী হারুন-অর-রশীদ, শাহীনুর রহমান শেখ পিন্টু, নজরুল ইসলাম সহ এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় স্থায়ী দোকান ও হাটের নিরাপত্তা নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলীর নির্দেশনায় ১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage