মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু আজ থেকে

h3>অদ্য ০৯/১০/১৯ খ্রিঃ হতে ২২ দিন ব্যাপী প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” পরিচালিত হচ্ছে। উক্ত অভিযান চলাকালে দেশের সমুদ্র উপকূল এবং মোহনায়ও প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয় বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে এবং সারাদেশের মাছ ঘাট, মৎস আড়ৎ, হাট বাজার ও চেইনসপে ব্যাপক অভিযান পরিচালিত হবে। নদী তীরবর্তী থানা সমূহের জেলেদের ০৯/১০/১৯ খ্রিঃ হতে প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ না ধরার জন্য আহবান জানাচ্ছি। কেউ আইন অমান্য করে মা ইলিশ মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage