লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপু থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করাকালে ইং ১১/০৯/২০২১ তারিখ ২২.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মধুবাড়ী (গোপালপুর) গ্রামস্থ ধৃত আসামী মোঃ খোকন আলীর দক্ষিন দুয়ারী বসত ঘরের মধ্যে হইতে ১. (D7TWD) মোঃ খোকন আলী (৪০), পিতা- মৃত ছোলাইমান আলী স্থায়ী : গ্রাম- মধুবাড়ী (গোপালপুর) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে ০১ (এক) পুড়িয়া হেরোইন, ওজন-০.৫০ (হাফ) গ্রাম হেরোইন, মূল্য অনুমান-১,০০০/- টাকা সহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।