পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া বাসিকে নিরাপত্তার চাদরে ঢাকতে জেলা পুলিশের উদ্যোগে ও দাশুড়িয়া বাজার মালিক সমিতির সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে ১৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে গ আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দানকালে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, বর্তমান আইজিপির নির্দেশে আমরা মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরোটলারেন্সে কাজ করছি। তিনি মাহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সাধরণ মানুষকে সরকারের দেওয়া বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে তিনি এক সংঙ্গে ১৭টি সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম বাদশা মালিথা, ৭ নাম্বার বিট আফিসার এসআই আঃ রাজ্জাক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাগর সরদারসহ, বিভিন্ন শ্রেণি-পেশার নারী- পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন। পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগীতা কামনা করেন পুলিশ কর্মকর্তারা।