রাজশাহী জেলার তানোর থানা এলাকায় হেরোইন সহ ০১ জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় তানোর থানায় কর্মরত এসআই মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয়  ফোর্সসহ তানোর থানাধীন নবনবী গ্রামস্থ জনৈক শ্রী রাবন টুডু পিতা-মৃত ঘুডু টুডু এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে  ৩০(ত্রিশ) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৩), পিতা- মোঃ আঃ সালাম সাং- ভাতরন্দ (ভাতরন্ড) থানা- তানোর, রাজশাহী-কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয় ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage