রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় তানোর থানায় কর্মরত এসআই মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তানোর থানাধীন নবনবী গ্রামস্থ জনৈক শ্রী রাবন টুডু পিতা-মৃত ঘুডু টুডু এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৩), পিতা- মোঃ আঃ সালাম সাং- ভাতরন্দ (ভাতরন্ড) থানা- তানোর, রাজশাহী-কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয় ।