উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে মুজিব শতবর্ষ জেলা রেটিং দাবা লীগ ২০২১ এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ ০৫/০৯/২১ তারিখ বিকেল ৫ টায় এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম স্যার। উক্ত লীগে চ্যাম্পিয়ন মন্ডল স্পোর্টিং ক্লাবকে ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার-আপ মেট্রোপলিটন ক্লাব পেয়েছেন ২৫ হাজার টাকা ও ট্রফি । তৃতীয় জ্ঞানের আলো পাঠাগার পেয়েছে ২০ হাজার টাকা। রাজশাহী জেলা দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার) মহোদয়, সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফকরুল ইসলাম ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী অনু । উল্লেখ্য যে, সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা দাবা সমিতির আয়োজনে ও রাজশাহী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জেলা রেটিং দাবা লিগের প্রতিযোগিতায় ৫ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত রাজশাহী জেলার মোট ২৫ টি ক্লাবের ১২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।