রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই (নিঃ) মোঃ হেলালুর রহমান, কং/৪২৪ মোঃ নুরুল ইসলাম, কং/ ৯৩৪ মোঃ রফিক উদ্দিন, কং/ ১৫২২ মোঃ মনোয়ার হোসেন, কং/ ৬১১ মোঃ রেজাউল করিম ইং ০৮/১০/১৯ তারিখ মামলা নং- দায়রা ৩৫৩/১৮, ধারা- N,I,ACT-১৩৮ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,৪৪,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ রহিদুল ইসলাম(৪৫), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- বানাইপুর তেগাছি, পোষ্ট- বাইগাছা, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। একই তারিখ বাগমারা থানার জিডি নং-১৩১০ তারিখ ৩০/০৮/১৯ মূলে বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত জিডির বাদী মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা- মোঃ ফরহাদ হোসেন, সাং- সুজনপালশা, পোষ্ট- হাটমাধনগর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীর হারানো OPPO Reno Aurora Purple মডেলের মোবাইল সেট যাহার ক্রয়মূল ৩০,০০০/- টাকা উদ্ধার করিয়া রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ বাগমারা থানার মাধ্যমে বাদীকে উক্ত মোবাইল প্রাপ্তী স্বীকার মূলে বুঝিয়ে দেওয়া হয়।