মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহী জেলা রেটিং দাবা লীগ-২০২১ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ০৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ বিকাল ০৫:৩০টায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা রেটিং দাবা লীগ-২০২১ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ। রাজশাহী জেলা দাবা সমিতির আহবায়ক জনাব শেখ মনিরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফকরুল ইসলাম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী অনু প্রমুখ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage