লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলিশ, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, এএসআই (নিরস্ত্র) মোঃ সেরাফত আলী সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে  ইং ০৩/০৯/২০২১ তারিখ সন্ধ্যা ১৮.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা বাজারস্থ জনৈক মোঃ সুমন (৩০), পিতা- মোঃ খায়রত মন্ডল এর গার্মেন্টস দোকানের পিছন হতে ১. (4EY7C) মোঃ জামরুল ইসলাম শেখ (৪৫), পিতা- মৃত আফজাল শেখ স্থায়ী : গ্রাম- জোকাদাহা, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে শুকনা গাঁজা সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage