লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোকাব্বের হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং ০২/৯/২০২১ তারিখ রাত ২০.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন করিমপুর তিন রাস্তার মোড় হইতে আব্দুলপুর ডিগ্রী কলেজ রোডস্থ জনৈক মোঃ মাসুম (২৮), পিতা-মৃত মোসলেম কাজী, সাং-বাঁশবাড়ীয়া এর এমএম নিউ মডেল ফার্নিচার হাউজ দোকানের সামনে পূর্ব কোনায় ১. (8VH23) মোঃ মিঠুন (৩১), পিতা- মৃত জামাল হোসেন স্থায়ী : গ্রাম- চন্ডিগাছা, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage