লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে অদ্য ইং ৩০/০৮/২০২১ তারিখ বিকাল ১৩.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ আকাশ সরদার (২০),পিতা-মোঃ সরপ সরদার এর মনোহারী দোকানের সামনে হইতে আসামী ১. মোঃ সাইদুর মন্ডল(৪৫),পিতা-মৃত এজাহার মন্ডল, স্থায়ী : গ্রাম- জোকাদহ,উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন-০.৫০ (শূন্য দশমিক পঞ্চাশ) গ্রাম, মূল্য অনুমান-১,০০০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।