লালপুর থানা পুলিশ কর্তৃক ০৩ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালানা ও গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে ইং ২৪/০৮/২০২১ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন নবীনগর গোরস্থানের পূর্বপার্শ্বে জনৈক মোঃ মজনু (৪০),পিতা- মৃত লুৎফর রহমান এর ফুলবাগানের সামনে হতে আসামী ১. (D5CU7) মোঃ মতলেব আলী ওরফে মোতালেব (২৮), পিতা- মোঃ মহসিন আলী স্থায়ী : গ্রাম- মিরকামারী (হেদায়েত পাড়া) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ ২. (D5CV1) মোঃ স্বপন আলী (৩২), পিতা- মৃত আব্দুল লতিফ স্থায়ী : গ্রাম- কামালপুর, উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ ৩. (D5CV3) মোঃ জুয়েল আলী (২৮), পিতা- মোঃ জারার উদ্দিন স্থায়ী : গ্রাম- নবীনগর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage