লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালানা ও গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে ইং ২৪/০৮/২০২১ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন নবীনগর গোরস্থানের পূর্বপার্শ্বে জনৈক মোঃ মজনু (৪০),পিতা- মৃত লুৎফর রহমান এর ফুলবাগানের সামনে হতে আসামী ১. (D5CU7) মোঃ মতলেব আলী ওরফে মোতালেব (২৮), পিতা- মোঃ মহসিন আলী স্থায়ী : গ্রাম- মিরকামারী (হেদায়েত পাড়া) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ ২. (D5CV1) মোঃ স্বপন আলী (৩২), পিতা- মৃত আব্দুল লতিফ স্থায়ী : গ্রাম- কামালপুর, উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ ৩. (D5CV3) মোঃ জুয়েল আলী (২৮), পিতা- মোঃ জারার উদ্দিন স্থায়ী : গ্রাম- নবীনগর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।