লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নিদের্শক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোল্লা সোহেল মাহমুদ সংগীয় এসআই (নিরস্ত্র) হিমাদ্রী হালদার , এএসআই (নিঃ) মোঃ রানা মিয়া লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান সহ গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ২৪/০৮/২০২১ তারিখ রাত্রী ১১.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন মোহরকয়া প্রতিবন্ধি স্কুলের সামনে লালপুর টু বিলমাড়িয়া গামী হেরিং বোম রাস্তার পূর্ব পার্শ্ব হইতে আসামী ১. (8CLH9) মোঃ রবিউল ওরফে ম্যাগনেট (৪২), পিতা- মোঃ আরজ আলী স্থায়ী : গ্রাম- বাকনাই , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে ০৫(পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন .৫০ (শূন্য দশমিক পষ্ণাশ) গ্রাম, মূল্য অনুমান ১,০০০/- (এক হাজার) টাকা সহ নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।