লালপুর থানা পুলিশ কর্তৃক ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার  ইনচার্জ জনাব মোঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানাধীন বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে ইং ২৩/০৮/২০২১ তারিখ এসআই (নিঃ)/মোঃ আলী আকবর লালপুর থানাধীন জোকাদাহ গ্রামস্থ এলাকা হতে মাদকদ্রব্য শুকনা গাঁজা সেবন করা অবস্থায়  ১.মোঃ মাহবুল (২৬)পিতা-মৃত জুবান প্রাং, কে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই (নিঃ) কৃষ্ণ মোহন সরকার লালপুর থানাধীন জোকাদাহ গ্রামস্থ হতে ১. আব্দুল হালিম (৩৪), পিতা-আবু বক্কর মালিথা  ও ২. মোঃ সেলিম (৩১), পিতা-মোঃ খোরশেদ সরদার কে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ১২ (বার) পুড়িয়া হেরোইন, ওজন ১.২০ (এক দশমিক বিশ) গ্রাম,মূল্য অনুমান-৬,০০০/- (ছয় হাজার ) টাকা সহ ধৃত করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage