লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ রানা মিয়া সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ১৭/০৮/২০২১ তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ ইন্নু (৪৫), পিতা- মৃত বিদু খাঁ এর বাড়ীর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় হইতে ১. (6XX18) মোঃ সেলিম রেজা (৩৮), পিতা- মৃত আঃ হাকিম স্থায়ী : গ্রাম- বাবু পাড়া (ব্রীজ মোড় মোফাজ্জলের বাড়ীর পার্শ্বে) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।