‘নুসরাত মুনসর’ গত ০৯/০৮/২০২১ খ্রিঃ সকাল ৬:৩০ থেকে নিখোঁজ । জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী(বর্তমান) তিনি চশমা পড়েন এবং উচ্চতায় ৫’১” । হারানোর পূর্ব পর্যন্ত তার অবস্থান ছিলো পাবনা গার্লস স্কুলের আশপাশের এরিয়া । এদিকটায় দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন । মেয়েটির বাসা পাবনা শহরেই গার্লস স্কুলের আসে পাশেই, কেউ যদি আজ কোথাও মেয়েটিকে দেখে থাকেন অথবা কোনো খোজ জানতে পারলে ওসি সদর পাবনার নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। +880 13 2012 8586