মোঃ আনিছুর রহমান (৪০), পিতা- মোঃ নবীর উদ্দিন, সাং- নগরকয়া, থানা- লালপুর, জেলা- নাটোর লালপুর থানায় এসে অভিযোগ করেন যে, লালপুর থানাধীন রামকৃষ্ণপুর ভেল্লাবাড়ীয়া গ্রামস্থ ভেল্লাবাড়ীয়া মাজারের পার্শ্বে তার ফাতেমা ষ্টোর নামক মুদির দোকান ইং ১৩/০৮/২০২১ তারিখ রাত্রী ০৯.০০ ঘটিকা হইতে ১৪/০৮/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নিদের্শক্রমে ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ গিয়ে ঘটনা মূলরহস্য উদঘাটন সহ অজ্ঞাতনামা চোর মোঃ আসলাম (৩০), পিতা- মোঃ আসাদুল, সাং- গন্ডবিল (কালুপাড়া), থানা- লালপুর, জেলা- নাটোরকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন এবং সেখান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।