লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রর এসআই (নিরস্ত্র) মোঃ মোকাব্বের হোসেন লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালান করে লালপুর থানাধীন করিমপুর গ্রামস্থ করিমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার উপর ইং ১৩/০৮/২০২১ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় আসামী ১. (D9694) মোঃ খোকন মোল্লা (২৭), পিতা- মোঃ খলিল মোল্লা স্থায়ী : গ্রাম- কলাবাড়িয়া, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ২. (D969C) মোঃ ফারুক হোসেন মোল্লা (৪০), পিতা- মৃত হারুনুর রশিদ স্থায়ী : গ্রাম- ইসলামপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ০২ (দুই) পুড়িয়া হেরোইন, ওজন-০১ (এক) গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage