গত ১০/০৮/২০২১ ইং তারিখ সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতু এলাকার একটি আম বাগান থেকে মনিরুল ইসলাম বাবু (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পর পরই শুরু হয় উক্ত ঘটনার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাত্র ১২ ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার রহস্য উদঘাটন করে ও একই দিন রাত ১০ টার দিকে ঘটনায় জড়িত ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দুজন হলেন নিহত মনিরুলের স্ত্রী সোনাভান(৩০) এবং সোনাভানের প্রেমিক রুবেল(৩০)। তদন্তে জানা যায় মনিরুল ইসলাম বাবুর স্ত্রী সোনাভানের সঙ্গে একই এলাকার এলামউদ্দীনের ছেলে মো. রুবেল আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া সম্পর্কের বাধা দূর করতে ঘটনার ১৫ দিন আগে মনিরুলের স্ত্রী সোনাভান ও তার প্রেমিক রুবেল বাবুকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক কৌশলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা সেতু এলাকার একটি আমবাগান নিয়ে মনিরুল ইসলাম বাবুকে হত্যা করেন রুবেল। প্রথমে ইটের আঘাত ও পরে গলাটিপে মৃত্যু নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে লাশ উদ্ধারের পর নিহত মনিরুল ইসলাম বাবুর ভাই বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশনায় উক্ত মামলা তদন্তভার অর্পণ করা হয় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর উপর। তিনি উক্ত ঘটনায় গ্রেফতার ০২ জনকে আদালতে সোপর্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।