লালপুর থানা পুলিশ কর্তৃক তালিকা ভূক্ত ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র)  এস,এম, জামাল উদ্দিন লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক  বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১০/০৮/২০২১ তারিখ ১৬.০০ ঘটিকার সময়  লালপুর থানাধীন জোকাদহ সাকিনস্থ মোঃ এজাহার আলী (৪০), পিতা- মৃত তারা চাঁদ আলী এর জোকাদহ মাঠের খেজুর বাগানের ভেতর হইতে ১৫ (পনের) পুরিয়া হেরোইন, ওজন-১.৫ (দেড়) গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা সহকারে আসামী ১. (7YWVR) মোঃ ইউনুস @ ইনু (৪২), পিতা- মৃত বিদু খাঁ স্থায়ী : গ্রাম- জোকাদাহা, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করে। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage