রহনপুর তদন্ত কেন্দ্র কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।

তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ০৫/১০/২০১৯ইং তারিখ ১৭.৩৫ ঘটিকায় রহনপুর কলেজ মোড়ে চেকপোস্ট করাকালীন মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিলসহ আসামী১। অপি (২০) পিতা- মোঃ বাচ্চু আলী সাং বড় হাজিনগর ২। সুজন (২৭) পিতা- সোহরাব আলী সাং চক দৌলতপুর উভয় থানা শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার
অদ্য ১৩.৪৫ ঘটিকায় আরেক ঘটনায় ৬০(ষাট) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ হযরত আলী (২১) পিতা মোঃ জাহাঙ্গীর আলম সাং হুজরাপুর সোনাদহ থানা গোমস্তাপুর জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। দুই ঘটনায় মোট ১৩০ বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।







সর্বশেষ সংবাদ
DIG Homepage