তারুন্যই গড়বে, তারুন্যই পারবে। করোনা প্রতিরোধে পাবনা জেলা স্বেচ্ছাসেবী পরিবারের ১৫ টি সংগঠনের সদস্যদের নিয়ে আজ এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার পাবনা।সংগঠনের সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে ২০০০ মাস্ক বিতরন করা হয়। এছাড়া জেলা পুলিশ, পাবনা এর নির্দেশনায় স্বপ্নের বাকশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নের পাবনা শহরের বিভিন্ন প্রান্তে করোনা ভ্যাক্সিন নেওয়ার সুফল এবং ভ্যাক্সিন নিতে সকলকে আগ্রহী করতে ৪ দিনব্যপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম খান, বিপিএম । এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা ১৫ টি স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যবৃন্দ। ভ্যাক্সিন নিই, করোনা থেকে রক্ষা পাই প্রতিপাদ্য নিয়ে একটি ভ্যাক্সিনরত করোনা এর অবযয় তৈরি করে এবং সচেতনামূলক ব্যানারের মাধ্যে রিক্সা সাজানো হয় যা জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে।