চাটমোহর থানা কর্তৃক ৪৮ পিচ ইয়াবা ও ৩১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চাটমোহর থানা কর্তৃক ৪৮ পিচ ইয়াবা ও ৩১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সুনির্দিষ্ট দিক নির্দেশনায় গত ইং ০৬/০৮/২০২১ খ্রিঃ রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় এস আই / সুব্রত কুমার দাস ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা কালে চাটমোহর থানার আওতাধীন স্টার মোড়ে অবস্থান কালে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে, ( সিরা-৪ ডিউটি চলাকালীন সময়ে) চাটমোহর পৌরসভাস্থ জিরো পয়েন্ট পাঠানপাড়া মোঃ রাকিবের বাড়ির পূর্ব দুয়ারী আধা পাকা ঘরের ভেতর অবৈধ মাদকদ্রব্য কোডিন যুক্ত ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয় করছে। সংবাদ পেয়ে বিষয় টি ঊর্ধ্বতন কর্তৃ পক্ষকে মোবাইল ফোনে অবহিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বিশেষ অভিযান চালিয়ে ০১ জন কে ধৃত করে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ রাকিব (৩৩), পিতা- আঃ রাজ্জাক, সাং-জিরো পয়েন্ট পাঠানপাড়া থানাঃ চাটমোহর, জেলাঃ পাবনা বলে জানায়। ইতিপূর্বে তার নামে অস্ত্র আইনে একটি, চুরি মামলা একটি, মাদক মামলা একটি ও নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। চাটমোহর থানার মামল নং ০৭/১৫০ তারিখ ০৬/০৮/২১ইং, ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১০(ক)/১৪( খ) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage