অবসরপ্রাপ্ত সহকর্মীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন অফিসার ইনচার্জ বেড়া মডেল থানা জনাব অরবিন্দ রায়।

অবসরপ্রাপ্ত সহকর্মীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন অফিসার ইনচার্জ বেড়া মডেল থানা জনাব অরবিন্দ রায়। বেড়া মডেল থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক,ফজলুর রহমান,শাহজাহান আলী, দুলাল শেখ দের অবসর জনিত কারনে এবং এসআই মেহেদী হাসান ও এসআই আরিফুল ইসলাম কে, বদলি জনিত কারনে বেড়া মডেল থানা মিলনায়তনে আজ ০৩ আগষ্ট,২০২১ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সা্রকেল জনাব শেখ জিল্লুর রহমান সহ থানার সকল অফিসার ও ফোর্স উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।দিনটিকে স্মরনীয় করে রাখতে বিদায়ী অতিথি দের ক্রেষ্ট,ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সকল অফিসার ফোর্স থানার ডাইনিং এ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করে।বিদায়ী অতিথি দের কে ফুলসজ্জিত গাড়িতে করে অবসর প্রাপ্ত চারজনের বাড়িতে পৌছে দেওয়া হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage