লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ইং ০৬/০৮/২০২১ তারিখ ১৮.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা বাজারস্থ জনৈক মোঃ জাফর (৩৫), পিতা-মৃত মাজদার হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ (দশ) পুরিয়া হেরোইন, ওজন-০১ (এক) গ্রাম, মূল্য অনুমান-২,০০০/- টাকা সহ আসামী ১. (D1L89) মোঃ সাদুইল ইসলাম (৩২), পিতা- মৃত ইসমাইল হোসেন স্থায়ী : গ্রাম- সেনগাতীঁ, উপজেলা/থানা- উল্লাপাড়া, জেলা -সিরাজগঞ্জ, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।