লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক এর নেতৃত্বে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবীর সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ইং ০৬/০৮/২০২১ তারিখ ১৩.২৫ ঘটিকার সময় লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর গ্রামস্থ জনৈক মোঃ আনারুল (৩০), পিতা- মোস্তফা এর গুড়ের বাটি কারখানার দক্ষিন পার্শ্বে বাঁশঝাড়ের নীচে হইতে জুয়া খেলারত অবস্থায় আসামী ১. (D1KS5) মোঃ রকিব আলী (৩৫), পিতা- মোঃ জামাত আলী স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ২. (D1KS6) মোঃ রাজন আলী (২৪), পিতা- মোঃ জামাত আলী স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৩. (D1KSB) মোঃ রান্টু (২০), পিতা- মৃত আতাহার স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৪. (D1KSL) মোঃ নাহিদ রানা (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৫. (D1KSN) মোঃ টনিক (১৯), পিতা- মোঃ জমশের স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ ৬. (D1KSV) মোঃ তরিকুল (২৭), পিতা- মোঃ কোরমান খাঁ স্থায়ী : গ্রাম- বালিতিতা ইসলামপুর, উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন।