এসআই মোঃ আব্দুল মান্নান ও শাহজাদপুর থানার পুলিশ টিম ইং ০৪/০৮/২০২১ তারিখে আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫), পিতা- মৃত হাছেন প্রাং স্থায়ী : গ্রাম- নরীনা (পশ্চিমপাড়া) , থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জ, বাংলাদেশকে নরিনা এলাকায় হইতে মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন এবং নিয়মিত মামলা মুলে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।