লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন তালিকা ভূক্ত সন্ত্রাসী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নেতৃত্বে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, এসআই হাসান তৌফিকুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী (ভাদুর বটতলা) গ্রামস্থ মোঃ রেজাউল (৬২), পিতা-মৃত খুইদি বক্স এর চায়ের দোকানের সামনে হতে ইং ০৪/-৮/২০২১ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় ১. (D13K6) মোঃ সাব্বির আহমেদ শুভ (১৬), পিতা- মোঃ রেজাউল করিম স্থায়ী : গ্রাম- মাজদিয়া (স্কুলপাড়া ধাপাড়ী) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনাকে গ্রেফতার করা হয়। পথরোধ করিয়া মৃত্যু ও গুরুত্বর আঘাতের ভয় দেখাইয়া চাঁদা দাবী ও বলপূর্বক চাঁদা আদায় করার অপরাধ করায় তার বিরুদ্ধে লালপুর থানার মামলা ১০, তারিখ-০৫/০৮/২০২১ইং, ধারা-৩৪১/৩৮৬/৩৮৭ পেনাল কোড রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage