লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে ১. মোঃ মেসবাউল হক, বিপি- ৮৪১৩১৫৮০৩৪, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র), () মোবাইল : ০১৭৪০-১১৮২১১; কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী (ভাদুর বটতলা) গ্রামস্থ মোঃ রেজাউল (৬২), পিতা-মৃত খুইদি বক্স এর চায়ের দোকানের সামনে হইতে আসামী ১. মোঃ সাব্বির আহমেদ শুভ (১৬), পিতা- মোঃ রেজাউল করিম স্থায়ী : গ্রাম- মাজদিয়া (স্কুলপাড়া ধাপাড়ী) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশকে  ১০ (দশ) পুড়িয়া হেরোইন, ওজন-০১ (এক) গ্রাম, মূল্য অণুমান-২,০০০/- টাকা সহকারে হাতেনাতে গ্রেফতার করেন এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage