লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর  নির্দেশক্রমে লালপুর থানার  ১. এসআই (নিরস্ত্র) মোঃ আঃ আলীম, বিপি নং-৭৫৯৬০০১৪৯৪ () মোবাইল : ০১৭১৮-৬৬৪৮৪৯; কর্মক্ষেত্রের ঠিকানা : গ্রাম- লালপুর (লালপুর থানা, নাটোর।) , উপজেলা/থানা- লালপুর, জেলা -নাটোর, বাংলাদেশ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ইং ০৪/০৮/২০২১ ঘটিকার সময় লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ নয়ন শেখ (৪৫), পিতা-মৃত নইমুদ্দিন শেখ এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় হইতে আসামী ১. মোঃ আয়নাল শেখ (২৪), পিতা- মৃত রবি শেখ স্থায়ী : গ্রাম- পিয়ারখালী উত্তর (পিয়ারাখালি) , উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ ২. মোঃ আসাদুল (৩২), পিতা- মোঃ সানাউল্লাহ শেখ স্থায়ী : গ্রাম- ভেলু পাড়া, উপজেলা/থানা- ঈশ্বরদী, জেলা -পাবনা, বাংলাদেশ গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage